পাসপোর্ট চেক ২০২৪ | ই-পাসপোর্ট চেক করার নিয়ম | E-Passport Check

আমরা পাসপোর্ট এর জন্য আবেদন করার পর অপেক্ষা করতে থাকি যে কবে পাসপোর্ট হাতে পাব। পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত আমাদের জানতে ইচ্ছে হয় আমাদের পাসপোর্ট বর্তমান কোন অবস্থা আছে। আর সেটা এখন আমরা খুব সহজে অনলাইনে পাসপোর্ট চেক এর মাধ্যমে দেখে নিতে পারি। তাহলে চনুল আজকের আর্টিকেল থেকে কিভাবে আপনি আপনার পাসপোর্ট চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

বাংলাদেশের প্রত্যেকটি সরকারী প্রতিষ্ঠানের আশে পাশে দালাল চক্র গুলো  ঘুরঘুর করতে থাকে । আমরা তাদের দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি । এর মূল কারন হলো আমরা কোন কিছুর নিয়ম জানার চেষ্টা করিনা। পরিশ্রমও করতে চাইনা বিনা পরিশ্রমে সবকিছু পেতে চাই। আর আমাদের এই অভ্যাস আমাদের কে বার বার দালাল এর কাছে নিয়ে যায় এবং প্রতারণা শিকার হই।

আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ ভাবে পড়লে আপনার পাসপোর্টের অবস্থা আপনি নিজেই জানতে পারবেন। এক্ষেত্রে দালালের প্রয়োজন আর হবে না প্রয়োজন হবে না অফিসে যাওয়ার।

পাসপোর্ট চেক করতে যা যা লাগবে

পাসপোর্ট চেক করার জন্য আপনাকে ইন্টারনেট সংযোগ সহ একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। এছাড়া আপনার প্রয়োজন হবে:
১ । Online Registration ID (OID) অথবা Application ID
২। পাসপোর্ট আবেদনে দেয়া জন্ম তারিখ

অনলাইনে পাসপোর্ট চেক করতে উপরে উল্লেখিত জিনিসগুলো লাগবে। অনলাইনে পাসপোর্ট চেক করতে পারবেন দুইভাবে একটি হচ্ছে SMS এর মাধ্যমে অন্যটি হল পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে অনলাইনে স্ট্যাটাস চেক।

ই-পাসপোর্ট চেক করার নিয়ম | E-Passport Status Check Online

আপনারা যারা সম্প্রতিক ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন, ফিঙ্গার দিয়েছেন, এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেছেন। তাদের ই-পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় আছে তা খুব সহজে ঘরে বসে অনলাইনে বা SMS এর মাধ্যমে চেক করে নিতে পারবেন। ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক কিভাবে নিজে নিজেই স্ট্যাটাস চেক করবেন তা নিচের অনুচ্ছেদে দেওয়া হল।

SMS এর মাধ্যমে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম

আপনারা SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য আপনার প্রয়োজন হবে Application ID যা আপনি আপনার ডেলিভারি স্লিপের উপরে পেয়ে যাবেন। আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন EPP <space>Application-ID এবং Send করুন 16445 এই নম্বরে। ফিরতি মেসেজে এর মাধ্যমে  আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে।

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

ই-পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে প্রথমে ভিজিট করুন epassport.gov.bd এই ওয়েবসাইটে। তারপর আপনি মেন্যু থেকে CHECK STATUS ক্লিক করুন। আপনি আপনার ই-পাসপোর্ট আবেদনের Online Registration ID দিন এবং জন্ম তারিখ দিন। I am human এ টিক দিন এবং Check বাটনে ক্লিক করে পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পকে যাচাই করে নিতে পারবেন।

ই-পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করার জন্য আপনাকে যে যে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে তা আপনাদের বুঝার জন্য নিচে কয়েকটি ধাপে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। তাহলে চলুন শুরু করা যাক।

ধাপ ১ : E-Passport Website ভিজিট করুন

ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে প্রথমে প্রবেশ করুন CHECK STATUS এই লিংকে।

এই জায়গায় আপনার অনলাইনে পাসপোর্ট আবেদনের পর যে Application Summery পেইজ পেয়েছেন। এই পেইজ থেকে আপনি Online Registration ID এবং জন্ম তারিখ সিলেক্ট করুন।

ধাপ ২: Online Registration ID বা Application ID দিন

অনলাইনে আবেদন করার পর আপনি ২টি প্রিন্ট কপি পাবেন । এই ২টি প্রিন্টকপিই OID দিয়ে একটি অনলাইন একটি রেজিস্ট্রেশন আইডি পাবেন। এবং একই নাম্বরটি আপনি আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপেও পাবেন। যেমন- OID1234567890 এভাবে পুরো নাম্বরটি লিখুন অথবা Application ID লিখুন।

ধাপ ৩:  জন্ম তারিখ সিলেক্ট করুন

এবার আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। যে তারিখটি আপনি আপনার পাসপোর্ট আবেদনের সময় তথ্যতে দিয়েছেন। 

ধাপ ৪: Captcha পূরণ করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন

এবার আপনি Real Human কিনা তা নিশ্চিত করার জন্য I am human লেখাটি আসবে i am human লেখার আগে টিক দিন। যদি কোন ক্যাপচা আসে সেটি সমাধান করুন। এর পর আপনি Check বাটনে ক্লিক করে আপনি আপনার ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা সম্পকে জানতে পারবেন।

আরও পড়ুনঃ কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ২০২৪ | কিভাবে যাবেন, খরচ কত ও ভিসা প্রসেসিং

শেষকথা:

আশাকরি উপরের আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন অনলাইনে ই-পাসপোর্ট আবেদন এর স্ট্যাটাস চেকের নিয়ম সম্পর্কে। আশা করি এই আর্টিকেলটি সবার কাজে আসবে। আগে পাসপোর্ট এর আবেদন করার পর সে  সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যেত না। বার বার অফিসে গিয়ে খোঁজ নিতে হতো । তবে এখন বর্তমানে সরকারি পাসপোর্ট পোর্টাল ওয়েবসাইটের কল্যাণে আমরা ঘরে বসেই পাসপোর্ট চেক করতে পারি। 

এখন যেহেতু আপনি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানেন, তাই পাসপোর্ট  চেক করতে নিশ্চয়ই আপনাকে আর পাসপোর্ট অফিস এ যেতে হবে না।

Leave a Comment