কম বেশি হয়তো আপনারা অনেকেই Nid wallet অ্যাপ এর কথা শুনেছেন। মূলত এই অ্যাপ্লিকেশন এর কাজ হচ্ছে কোন নির্দিষ্ট এন আইডির তথ্য অনুযায়ী ব্যক্তির চেহারা আইডেন্টিফিকেশন করা। মূলত ব্যক্তির চেহারা পর্যালোচনা করার মাধ্যমে নির্দিষ্ট এনআইডি একাউন্টে প্রবেশ করার অনুমতি দেয়ায় এই অ্যাপ্লিকেশন এর কাজ।
এই এপটি মূলত multipurpose এর জন্য ডেভলপ করা হলেও, বর্তমান সময়ই শুধুমাত্র NID Account Verification এর জন্য ব্যবহার হয়ে থাকে। এই থেকে আমরা চাইলে Nid Card Download থেকে শুরু করে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারি।
NID Wallet কি
Nid wallet হচ্ছে Bangladesh election commission কর্তৃক ডেভলপকৃত একটি মোবাইল অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের তার এনআইডি একাউন্টে প্রবেশ করার অনুমতি দেয় (ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে)। তবে এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে ডেভেলপ করা হয়, তবে আশা করা যায় অতি শীঘ্রই আইফোন ইউজারদের জন্যও Available হবে।
আমরা যখন আমাদের এনআইডি একাউন্টে registration/login করতে যাই তখন এনআইডি ওয়ালেট গার্ড হিসেবে কাজ করে থাকে। যেন এনআইডি বিহীন বা যে কেউ একাউন্ট করতে না পারে। Nid wallet মূলত ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে প্রকৃত মালিককে একাউন্টে প্রবেশ করার অনুমতি দেয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি ওয়ালেট সফটওয়্যার দ্বারা Face Verification এর মাধ্যমে এটা নিশ্চিত হয়ে নেই যে, উনি কি প্রকৃত মালিক নাকি নয়। Bangladesh NID Server এর মধ্যে যেহেতু কোটি কোটি নাগরিকের তথ্য সংরক্ষিত থাকে। তাই এখানে যেহেতু কোন scammer প্রবেশ করতে না পারে তাই এই উদ্যোগ নেওয়া।
NID wallet download Apk
এই পর্যায়ে এসে আমরা জানবো কিভাবে এনআইডি ওয়ালেট সফটওয়্যার টা আমরা ডাউনলোড করতে পারি। এই অ্যাপ্লিকেশনটা আপনি IPhone এবং Android উভয় ডিভাইসের জন্য ডাউনলোড করতে পারেন। নিচে আপনাদের সুবিধার্থে এই App এর কিছু Specification বা ফিচার উল্লেখ করা।
সেই সাথে এখানে আপনারা Android কিংবা Iphone উভয় ডিভাইসের জন্য এই অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। তবে এই অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আমি রিকমেন্ট করি Play store/App store করার জন্য। তাই এখানেও আমি এই দুটি লিংক দিয়ে দিব আপনার মোবাইলের ভার্সন কিংবা ধরন অনুযায়ী ডাউনলোড করবেন।
এ পর্যন্ত আমি আপনাদের এনআইডি ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন nid wallet কি এবং কিসের জন্য এটা ডেভলপ করা হয়েছে ইত্যাদি। তাছাড়া আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফিচার শেয়ার করার চেষ্টা করেছি। এ পর্যায়ে এই অ্যাপের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং কিভাবে পেতে পারি এগুলোও বলার চেষ্টা করব, কেননা জাতীয় পরিচয়পত্র যাচাই করতেও অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে এই অ্যাপ্লিকেশন।
সতর্কতা: এনআইডি ওয়ালেট সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন। যদি কোন কারণে Scam অ্যাপ ডাউনলোড করে ফেলেন, তাহলে আপনার এনআইডি তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনআইডি ওয়ালেট ব্যাবহার করার নিয়ম
এনআইডি ওয়ালেট ব্যবহার করতে সর্বপ্রথম Play store বা App store থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন (রিকমেন্ডেড থাকবে ইংরেজি)। আপনার ফোনের ক্যামেরার পারমিশন টা দিয়ে দিন এই App কে, এখন আপনার ক্যামেরা ওপেন হবে এনআইডি ওয়ালেট এর মধ্যে। আপনার মুখমণ্ডল সোজাসুজি এবং ডানে-বামে এভাবে দেখাতে থাকুন, এভাবেই আপনি এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন।

Face verification করতে Smart Card Download নিয়ম অনুযায়ী একপর্যায়ে গিয়ে একটা QR Code শো করবে। মূলত এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে উল্লেখিত এনআইডি ওয়ান এর সফটওয়্যার দ্বারা, যখন অ্যাপ ওপেন করার পরে ক্যামেরা চালু হবে।
আপনাদের সুবিধার্থে নিচে একটা স্টেপ দেওয়া রয়েছে আপনারা চাইলে পূরণ করতে পারেন। এখানে খুবই Shortly বলার চেষ্টা করেছি কিভাবে এবং কোথায় গিয়ে কি করতে হবে। জানুন যেভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন:-
- প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যার ইন্সটল করুন (ডাউনলোড লিংক উপরে দেয়া আছে)
- এপ্লিকেশনটি ওপেন করে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন (ইংরেজি ভাষা রিকমেন্ডেড)
- Services nidw gov bd ওয়েবসাইটে প্রবেশ করে NID Account Registration করুন
- NID Number/Slip Number, Date Of Birth, Mobile Number দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন এর প্রথম ধাপ কমপ্লিট করুন
- আপনার দেওয়া নাম্বারে যাওয়া OTP Code দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করুন
- এখন আপনার সামনে একটা QR Code শো করবে সেটি Nid wallet দিয়ে Scan করুন
- এখন আপনার সামনে ক্যামেরা ওপেন হবে সেখানে আপনার মুখমন্ডল/Face সোজাসুজি, ডানে-বামে এভাবে ঘুরাতে থাকুন এবং ফেস ভেরিফাই কমপ্লিট করুন
- এভাবেই আপনি এনআইডি ওয়ালেট ব্যবহার করতে পারবেন এবং আপনার এনআইডি একাউন্টের তথ্য এক্সেস নিতে পারবেন
উপসংহারঃ
আমরা আমাদের এনআইডি একাউন্টে যদি লগইন করতে চাই তাহলে অবশ্যই ফেস ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। যদি আপনি Face verification না করেন তাহলে কোনভাবেই আপনার একাউন্টে Access নিতে পারবেন না বা কোন তথ্য বা ভোটার তথ্য যাচাই করতে পারবেন না।
Nid Wallet এর কাজ কি?
Nid wallet এর কাজ হচ্ছে এনআইডি একাউন্টে প্রবেশ করার জন্য ফেস ভেরিফিকেশন করা। যখন আপনার নির্দিষ্ট Nid number দিয়ে একাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার এনআইডি নাম্বার অনুযায়ী ফেস করতে হবে। আর এই ফেস ভেরিফাই এর কাজটা করে এনআইডি ওয়ালেট সফটওয়্যার।
এনআইডি ওয়ালেট এর প্রয়োজনীয়তা কি?
এনআইডি ওয়ালেট সফটওয়্যার টা মূলত তখনই প্রয়োজন যখন আমাদের এনআইডি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন বা লগইন করতে চাই। এই সফটওয়্যার দিয়ে মূলত আপনাকে ভেরিফাই করা হয় আপনি Nid card এর আসল মালিক কিনা।