পুরাতন বা নতুন জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান এর মাধ্যমে চাইলে যে কেউ ভোটার তথ্য যাচাই করতে পারে। অনলাইনে ভোটার আইডি কার্ড অনুসন্ধান কিভাবে করতে হয় আজকের এই নিবন্ধে, আপনার ভোটার তথ্য অনুসন্ধান কিভাবে করবেন এই বিষয়টি জানতে পারবেন।
সরকারি বা বেসরকারি অনেক খাতে আমাদের জাতীয় পরিচয়পত্র এর প্রয়োজন পড়ে। যেহেতু একটা ভোটার আইডি কার্ডের মধ্যে ব্যক্তির যাবতীয় ইনফরমেশন দেয়া থাকে তাই অবশ্যই অনেক কাজে আমরা এটা কালেক্ট করে থাকি।
বিশেষ করে কোম্পানিতে লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা বাসা ভাড়া দেওয়ার সময়। তাই এ সমস্ত কাজে অবশ্যই তাদের কাছ থেকে যে এনআইডি কার্ড গুলো নিয়েছি সেগুলো Find Voter ID Card আসল না নকল এই বিষয়টা জানতে হয়।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম
- জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম
- ভোটার আইডি কার্ড অনুসন্ধান করার উপায়
- Online GD App দিয়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
- Services nidw gov bd এর মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান
- Services nidw gov bd ভিজিট করুন
- রেজিস্টার করুন বাটনে চাপ দিন
- এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিন
- মোবাইল নাম্বার দিন
- ওটিপি কোড টা দিন
- Nid wallet দিয়ে ফেস ভেরিফাই করুন
- ভোটার আইডি কার্ড অনুসন্ধান করুন
- ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ড অনুসন্ধান
- হাতে থাকা মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড অনুসন্ধান
- উপসংহার:
জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করতে Online GD এপ্লিকেশনটি Play store থেকে ডাউনলোড করুন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং সঠিক জন্ম তারিখটি দিয়ে পরিচয়পত্র যাচাই বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড অনুসন্ধান করুন।
যদি দেখেন যে, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে ভোটার আইডি কার্ডের বেশ কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন এই আইডি কার্ডটি সঠিক। আর যদি কোন ইনফরমেশন না দেখাই তাহলে বুঝবেন আইডি কার্ডের মধ্যে কোন সমস্যা রয়েছে
আর যদি Online GD অ্যাপ্লিকেশন মাধ্যমিক যাচাই করতে কোন সমস্যা হয় তাহলে অবশ্যই Services Nidw Gov Bd এই এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। মূলত NID BD Servece এই ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট প্রসেস অবলম্বন করার মাধ্যমে একটা একাউন্ট ক্রিয়েট করতে হবে।
যদি আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ সঠিক হয় তাহলে অবশ্যই উপর উল্লেখিত ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ নির্বাচন কমিশন (Service gov bd) এই ওয়েবসাইট দিয়ে একাউন্ট করার সময় Nid wallet সফটওয়্যার দিয়ে ফেস ভেরিফিকেশন এর প্রয়োজন পড়বে।
যেহেতু এখানে ফেস ভেরিফিকেশন এর ব্যাপারে রয়েছে তাই এখানে ভুল হবে না এটা নিশ্চিত। আর যদি ফেস ভেরিফিকেশন করা সম্ভব না হয় তাহলে বুঝবেন আইডি কার্ড নকল। আমরা চাইলে কয়েক ভাবে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারি, যেটার প্রত্যেকটি বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব।
ভোটার আইডি কার্ড অনুসন্ধান করার উপায়
আমরা চাইলে কয়েক ভাবে ভোটার আইডি কার্ড অনুসন্ধান করতে পারি। মূলত আজকে সেখান থেকে মাত্র তিন ধরনের উপায় বলবো যেখান থেকে আপনারা কোন একটা অবলম্বন করতে পারে। যদি একটা সম্ভব না হয় আরেকটা এভাবেই প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারেন।
তাহলে চলুন এর আগে একটা বিষয় জেনে আসি, আমরা যে তিনটি হয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই বা অনুসন্ধান করব সেগুলো কি কি:-
- Online GD App এর মাধ্যমে
- Services nidw gov bd এর মাধ্যমে
- ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে
এখন আমরা উপরে যে তিনটি উপায়ের কথা বলেছি প্রত্যেকটা খুব ভালোভাবে জানার চেষ্টা করব। আসলে আমরা চাইলে বেশ কয়েকটি উপায় অবলম্বন করে এই কাজটা করতে পারি যেমন NID application system, online GD, ভূমিকর ওয়েবসাইট ইত্যাদি।
এখানে শুধুমাত্র যার তথ্য যাচাই করবেন তার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিলেই হবে। তাছাড়া porichoy gov bd ওয়েবসাইট দাঁড়াও করা যায় তবে এটা ফেইড সার্ভিস। যারা ব্যাংক, বিভিন্ন টেলিকম কোম্পানির রয়েছে তারা এই পরিচয় এফ এর মাধ্যমে চেক করে থাকে আমাদের এনআইডি গুলো। তবে এটা নির্দিষ্ট মেয়াদের নির্দিষ্ট ফি আপনাকে পরিশোধ করতে হবে।
Online GD App দিয়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

আমার মতে ভোটার তথ্য অনুসন্ধান করতে সবচেয়ে সহজ পদ্ধতি যেটি রয়েছে সেটা হচ্ছে online gd application. এই অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনি শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে যাচাই করতে পারবেন আপনার Nid আসল না নকল। কিভাবে করতে হয় নিচের স্টেপটা ফলো করুন:-
- সর্বপ্রথম Play store এ Online GD অ্যাপটি ইন্সটল করুন
- ডাউনলোড/ইন্সটল করার পরে ওপেন করুন
- ১৭/১৩ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বার/স্মার্ট কার্ড নাম্বার দিন
- সঠিক জন্ম তারিখ দিন
- একদম নিচের “পরিচয়পত্র যাচাই” বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করুন
উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী আপনি শুধুমাত্র পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ দিয়ে যে কারো আইডি কার্ড আসলে নকল যাচাই করতে পারবেন। তবে এছাড়াও আমরা ইন্টারেস্টিং আরো অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি, যেগুলো নিচে দেওয়া রয়েছে।
Services nidw gov bd এর মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান
এখন আমি আপনাদের সাথে যে পদ্ধতিটি শেয়ার করব সেটার মাধ্যমে চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়। তার মানে এটা বলা যায় যে, এটা আগের পদ্ধতির চাইতেও খুব ইন্টারেস্টিং এবং উপকারী। তবে এখানে অবশ্যই ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে (তার মানে অবশ্যই আইডি কার্ডের মালিক কে সাথে থাকা লাগবে)। কিভাবে কি করতে হয় জানতে নিচের স্টেপটা ফলো করুন।
Total Time: 5 minutes
Services nidw gov bd ভিজিট করুন
আপনি যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশনের এই ওয়েবসাইট দ্বারা ভোটার আইডি কার্ড আসল না করলে এই বিষয়টা যাচাই করবেন তাই অবশ্যই উল্লেখিত ওয়েবসাইট প্রবেশ করতে হবে।
রেজিস্টার করুন বাটনে চাপ দিন
এখন আপনি দুইটা বাটন দেখতে পাবেন ১. রেজিস্টার করুন ২. আবেদন করুন তো এখান থেকে আপনি রেজিস্টার করুন বাটনে ক্লিক করবেন
এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিন
এখন আপনার সামনে কিছু খালিঘর শো করবে সেখান থেকে প্রথম ঘরে আপনার সঠিক এনআইডি নাম্বার দিন। তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে দিন-মাস-বছর এই ফরমেটে। তারপর সর্বশেষ ক্যাপচা কোডটি দিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন।
মোবাইল নাম্বার দিন
এখন আপনার সামনে একটা খালি ঘর শো করবে, সেখানে মূলত একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। যেন একটা এসএমএস পাঠালে সেটা আপনি দেখতে পান। নাম্বার দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন।
ওটিপি কোড টা দিন
এখন আপনার সামনে আর একটা খালি ঘর শো করবে, সেখানে মূলত আপনাকে ৬ ডিজিটের ওটিপি কোড টা দিতে হবে। এই কোডটি আপনি আপনার দেওয়া নাম্বারে এসএমএস এর মধ্যে পাবেন এবং বহাল বাটনে ক্লিক করুন।
Nid wallet দিয়ে ফেস ভেরিফাই করুন
এখন আপনার সামনে QR Code সম্বলিত একটি ফেইস ওপেন হবে। এখানে মূলত আপনাকে এনআইডি ওয়ালেট সফটওয়্যার দ্বারা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। কোটে স্ক্যান করার সাথে সাথে আপনার সামনে ক্যামেরা ওপেন হবে এবং সেখানে ফেস ভেরিফাই করবেন।
ভোটার আইডি কার্ড অনুসন্ধান করুন
ফেস ভেরিফাই হয়ে গেলে, আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলা হবে। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনার ভোটার আইডি কার্ড অনুসন্ধান করতে পারবেন।
উপরের স্টেপটা ফলো করার পরে আপনি Services Nidw Gov Bd ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান করতে পারবেন। তবে ওর জন্য অবশ্যই সঠিক নিয়মটা ফলো করতে হবে যেটা কিনা আমি উপরে উল্লেখ করেছি।
এর চাইতে এখন আরো ইন্টারেস্টিং পদ্ধতি গুলো আমরা জানবো। যদিও বা আমি উপরে দুইটা পদ্ধতি শেয়ার করেছি কিভাবে আপনার Nid card find করবেন। তাছাড়া ও এখন আরেকটা পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে আপনারা চাইলে ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ড অনুসন্ধান
আমরা যদি উপরে উল্লেখিত দুইটি উপায়ে নিজের এনআইডি কার্ড অনুসন্ধান করতে না পারি তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। মূলত এটা ভূমিকর ওয়েবসাইটের মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমত আপনাকে ভিজিট করতে হবে dtax.gov.bd/citizen/register এই লিংকটি। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে সেখানে আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

সাধারণত আপনার যে তথ্যগুলো প্রোভাইড করতে হবে তার মধ্যে রয়েছে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং সঠিক জন্ম তারিখ। এই তিনটি তথ্য প্রোভাইড করার পর আপনার জাতীয় পরিচয় পত্র আসল না নকল এই বিষয়টা অনুসন্ধান করতে পারবেন।
তথ্যগুলো দিয়ে যখন ফিলাপ করবেন তখন পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার তথ্য দেখতে পাবেন। তবে এখান থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা সম্ভব নয়।
হাতে থাকা মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড অনুসন্ধান
আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা বাটন ফোন দিয়েই SMS মাধ্যমে বা অনলাইন জিডি অ্যাপ্লিকেশন দিয়ে ভোটার তথ্য অনুসন্ধান করতে পারবেন। বাটন ফোন দিয়ে বলতে এসএমএস এর মাধ্যমে তাই এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনার এনআইডি আসল না নকল এই বিষয়টা জানবেন এ বিষয়টা নিয়ে নিচে আলোচনা করা হলো।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে মেসেজ অপশনে যান এবং লিখুন NID Nid number Date of birth সর্বশেষ এই এসএমএসটি লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। উদাহরণস্বরূপ NID 1234567890123 30-12-2000 Send to 105 Number.
উপসংহার:
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান প্রক্রিয়া নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। এটি শুধু একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করতেই নয়, বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে অপরিহার্য। অনলাইনে সহজে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই, আপডেট বা পুনরুদ্ধার করার সুবিধা বাংলাদেশের নাগরিকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সঠিক তথ্য অনুসন্ধান ও সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সেবাগুলি ব্যবহার করে আপনি সহজেই আপনার জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত সব ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সুতরাং, আপনার জাতীয় পরিচয় পত্রের যে কোনো তথ্য প্রয়োজন হলে নির্ভরযোগ্য এবং সরকার অনুমোদিত মাধ্যম ব্যবহার করুন এবং আপনার ব্যক্তিগত পরিচয় সুরক্ষিত রাখুন।
FAQs: জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান করে কি কি জানা যাবে?
আপনারা জাতীয় পরিচয়পত্র অনলাইনে অনুসন্ধান করার মাধ্যমে বিভিন্ন কিছু জানতে পারেন যেমন নাম, মা বাবার নাম, ঠিকানায় ইত্যাদি। তবে আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে করেন সেই ক্ষেত্রে ছবিসহ ভোটার তথ্য অনুসন্ধান করা যায়।
ভোটার আইডি কার্ড অনুসন্ধান কেন প্রয়োজন?
বিভিন্ন কারণে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুসন্ধান করার প্রয়োজন হতে পারে যেমন যদি আপনার কোম্পানিতে এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকেন বা বাসা ভাড়া দিয়ে থাকেন। তাছাড়া আরও বিভিন্ন কাজে আমাদের ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করার প্রয়োজন হতে পারে।
এনআইডি কার্ড অনুসন্ধান করতে কি কি প্রয়োজন?
ভোটার আইডি কার্ডের তথ্য অনুসন্ধান করতে অনলাইনে তেমন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার কাছে যদি কোন ব্যক্তির nid নাম্বার এবং জন্ম তারিখ থাকে তাহলে সেটা আসল না নকল যাচাই করতে পারবেন।