পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন (২ মিনিটে) | Online E-Passport Status Check

আপনারা যারা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার বিষয়টা বিস্তারিত জানতে চান তারা আজকের নিবন্ধটি পড়ুন। সাধারণত, কোন নাগরিক দেশের বাহিরে যেতে চাইলে অবশ্যই দেশের অনুমোদন স্বরূপ পাসপোর্ট এর প্রয়োজন পড়ে। তাছাড়া বৈদেশিক অনুমতি পেতেও তথা ভিসা পেতে আপনার পাসপোর্ট থাকা প্রয়োজন।

এখন অনেকেই আবেদন করে পাসপোর্ট ফি দিয়ে আবেদন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পাসপোর্ট হয়েছে কিনা এই বিষয়টা কিভাবে অনলাইন থেকে চেক করতে হয় বা e passport check বিষয়টা না জানার কারণে পাসপোর্ট স্ট্যাটাস জানতে পারেন না।

তাই আজকে আমি E passport check করার নিয়ম আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো। যার বিনিময়ে আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করে নিতে পারবেন খুব সহজেই অনলাইন থেকে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে আদৌ কি অনলাইন থেকে চেক করা যায়? আমি বলবে হ্যাঁ অবশ্যই আপনি অনলাইন থেকে আপনার পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করতে পারবেন। আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করতে আজকের নিবন্ধটি পড়ুন।

E-Passport Check – ই পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট চেক করতে www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি ভিজিট করে আপনার Online রেজিস্ট্রেশন আইডি/এপ্লিকেশন আইডি এবং সর্বশেষ জন্ম তারিখটি এবং Human ভেরিফিকেশন করে Check বাটনে ক্লিক করে ই পাসপোর্ট এর বর্তমান অবস্থান জানতে পারবেন।

উপরে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করেছি। এ বিষয়টা হয়তো অনেকের কাছে জটিল মনে হতে পারে, কেননা বিশেষ করে যারা নতুন তারা সংক্ষিপ্ত আকারে বললে বিষয়টি ভালোভাবে জানতে পারবে না।

অনলাইন থেকে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে বা চেক করতে বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হতে পারে। কেননা আপনি যেহেতু নির্দিষ্ট একটা পাসপোর্ট এর তথ্য জানবেন তাই নির্দিষ্ট পাসপোর্ট এর তত্ত্ব প্রভাইড করতে হবে। কি কি তথ্য প্রোভাইড করতে হবে তা নিচে দেওয়া হল:-

পাসপোর্ট চেক করতে কি কি প্রয়োজন

পাসপোর্ট অনলাইনে যাচাই করতে প্রধানত দুটি জিনিসের প্রয়োজন পড়ে। এছাড়াও আপনার ডিভাইস লাগবে যেটাতে ইন্টারনেট কানেকশন এবং ইন্টারনেট ব্রাউজিং করা যায়। অবশ্যই আপনার ডিভাইসের মধ্যে কোন একটা ব্রাউজার থাকতে হবে যেখান থেকে আপনি পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। যা যা প্রয়োজন নিচে দেওয়া হল-

  • অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID): পাসপোর্ট অফিস থেকে দেওয়ার ডেলিভারি স্লিপ এর মধ্যে অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি নামে একটি নাম্বার রয়েছে সেটা কালেক্ট করুন।
  • জন্ম তারিখ: আপনি পাসপোর্ট কে আবেদন করার সময় যে জন্ম তারিখটি দিয়েছিলেন হুবহু সেটা লাগবে।

এখন আপনি জানতে পারলেন আপনার পাসপোর্টে হয়েছে কিনা অনলাইনে যাচাই করতে কি কি প্রয়োজন পড়বে। কিভাবে অনলাইন থেকে নির্দিষ্ট একটা ওয়েবসাইট ব্যবহার করে আমাদের পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস দেখতে পারি। নিচে সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হল:-

  • সর্বপ্রথম পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://www.epassport.gov.bd এই লিংকটি ভিজিট করুন
  • ভিজিট করার পর Check status অপশনে যান
  • অনলাইন রেজিস্ট্রেশন আইডি‌(OID)/অ্যাপ্লিকেশন আইডি ‌‌(AID) দিন (আপনার ডেলিভারি স্লিপ এর মধ্যে পেয়ে যাবেন)
  • সঠিক জন্ম তারিখ দিন (অবশ্যই পাসপোর্ট করার সময় যেটা দিয়েছিলেন সেটা দিতে হবে)
  • নিচে একটা টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে সেখানে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন
  • সর্বশেষ ‌‌‌‌‌‌‌‌Check নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনার পাসপোর্ট চেক করুন

একটা কথা বলে রাখা ভালো যে, অবশ্যই পাসপোর্ট আবেদন করার সময় আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই করে নিবেন। কেননা আপনার ভোটার আইডি কার্ডে যদি পাসপোর্ট এর সাথে মিল না থাকে তাহলে আপনি পাসপোর্ট পাবেন না।

পাসপোর্ট চেক করুন

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক – E-Passport Check Online

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে https://www.epassport.gov.bd এই ওয়েবসাইটি ভিজিট করে Check status অপশনে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিন, তারপর সর্বশেষ Check বাটনে ক্লিক করে আপনার Passport Check করুন।

বর্তমান এই আধুনিকতার ছোঁয়ায় এখন ই-পাসপোর্ট চালু করা হয়েছে। শুধুমাত্র বৈদেশিক ভ্রমণে পাসপোর্ট লাগবে বিষয়টা এরকম নয়, আরও নানা প্রয়োজন আপনার পাসপোর্ট প্রয়োজন হতে পারে। একটা প্রসেস অবলম্বন করার মাধ্যমে আপনি বাংলাদেশ পাসপোর্ট চেক করতে পারবেন।

passport delivery slip

এর জন্য সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে ‌https://www.epassport.gov.bd এই লিংকটি ভিজিট করুন। তারপর মেনু বার থেকে ‌‌‌‌‌‌‌‌‌‌Check Status অপশনে গিয়ে আপনার OID/AID দিন এবং সবশেষে ডেট অফ বার্থ দিতে হবে।

তারপরে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে, এখানে ক্যাপচা বলতে Date of birth দেয়ার পরে নিচে একটা টিক মার্ক দেয়ার অপশন দেখতে পাবেন। সেই টিক মার্ক দেয়ার অপশনে ক্লিক করে Human verification করাকে ক্যাপচা বলে।

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ | ঘরে বসে কিভাবে খুলবেন (বোনাস সহ)

শেষকথাঃ

আজকের লেখার মাধ্যমে আশাকরি আপয়ান্দের বোঝাতে পেরেছি কিভাবে অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন। আমি স্টেপ স্টেপ বোঝাতে চেস্টা করেছি তারপরেও যদি আপনাদে বোঝতে কোন অসুবিধা হয় তাহএল আমাদের কমেন্ট করে জানাবেন।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQs)

আমার পাসপোর্ট স্ট্যাটাস কিভাবে চেক করব?

পাসপোর্ট চেক করতে সর্বপ্রথম www.passport.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন তারপর আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা এপ্লিকেশান আইডি দিন তারপর জন্ম তারিখ দিয়ে check ক্লিক করুন এবং আপনার পাসপোর্ট চেক করুন।

কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করা যায়?

অনলাইনে চেক করতে www.passport.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপর ‌‌ check status অপশনে গিয়ে আপনার OID/AID দিন তারপর আপনার জন্ম তারিখ দিয়ে ক্যাপসা পূরণ করুন এবং‌ Check বাটনে ক্লিক করে অনলাইন পাসপোর্ট চেক করুন।

Leave a Comment