ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে?

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই বিষয়টা জানার ও প্রয়োজন রয়েছে যারা এনআইডি সংশোধন করতে চান। সুতরাং Nid correction করতে কত টাকা লাগবে এই রিলেটেড আজকের এই পোস্টটি।

এনআইডি সংশোধনের বিভিন্ন ধরণ রয়েছে যেমন নিজের নাম জন্ম তারিখ এবং মা-বাবার ইনফরমেশন ইত্যাদি। তাই আপনার সংশোধনের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন চার্জ প্রযোজ্য হয়ে থাকে। তাই আমরা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ড সংশোধন করতে প্রথমবার ২৩০ টাকা (ভ্যাট সহ) দ্বিতীয়বার ৩৪৫ টাকা (ভ্যাট সহ) তৃতীয়বার ৫৭৫ টাকা (ভ্যাট সহ) লাগে। তবে এখানে আপনার সংশোধনের উপর ভিত্তি করে টাকা কম বেশি হতে পারে।

আপনি যে সমস্ত ইনফরমেশন সংশোধন করবেন সেগুলো একটা একটা সিলেক্ট করে শেষ পর্যায়ে জেনে নিতে পারবেন আপনার সংশোধনকৃত তত্ত্বের উপর কত টাকা ফি আসতে পারে। তবে কিভাবে করতে হয় এই বিষয়টা জানার জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে আজকের এ নিবন্ধটি শেষ পর্যন্ত।

ভোটার আইডি কার্ড সংশোধন ফি তালিকা

সংশোধনের ধরনপ্রথমবারদ্বিতীয়বারপরবর্তীতে
নিজের নাম, পিতা-মাতার নাম এবং স্ত্রীর নামের বানান সংশোধন/নাম পরিবর্তন (বাংলা ইংরেজি)২৩০ টাকা৩৪৫ টাকা (ভ্যাট সহ)৫৭৫ টাকা (ভ্যাট সহ)
জন্ম তারিখ সংশোধন
স্বামী স্ত্রীর নাম সংযুক্ত করা বা বাদ দেওয়া
রক্তের গ্রুপ সংশোধন করা বা সংযোজন করা
গ্রাম, রাস্তা এবং ডাকঘর সংশোধন করা
ছবি বা স্বাক্ষর পরিবর্তন
ফরম -২ এ প্রদত্ত অন্য সকল তথ্য সংশোধন১১৫ টাকা (ভ্যাট সহ) বিভিন্ন ক্ষেত্রে বাড়তেও পারে

এনআইডি কার্ডের নিজের, মাতা পিতা, স্ত্রীর নাম সংশোধন/পরিবর্তন করতে কত টাকা লাগে

অনেক সময় আমাদের নিজের নাম কিংবা আমাদের মাতা পিতার নাম তাছাড়া অনেক সময় স্ত্রীর নামও পরিবর্তন কিংবা সংশোধন করার প্রয়োজন পড়ে। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট একটা প্রসেস অবলম্বন করতে হবে। সেই সাথে নির্দিষ্ট একটা এমাউন্ট আমাদেরকে ফি হিসেবে জমা দিতে হবে।

আপনি যদি এই তথ্যগুলো সংশোধন করতে চান তাহলে প্রথমবার ২৩০ টাকা (ভ্যাট সহ) দ্বিতীয়বার সংশোধন করতে গেলে ৩৪৫ টাকা (ভ্যাট সহ) পরবর্তীতে ৫৭৫ টাকা করে ভ্যাট সহ খরচ করতে হবে।

জন্ম তারিখ সংশোধন করতে কত টাকা প্রয়োজন

অনেক সময় আমাদের ভুলবশত আমাদের আইডি কার্ডের মধ্যে জন্ম তারিখ ভুল হয়ে যায়। যার কারণে হয়তো আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের মধ্যে জন্ম তারিখ একই থাকে না।

তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই জন্ম তারিখটা সংশোধন করার প্রয়োজন পড়ে তবে সংশোধন করার পাশাপাশি নির্দিষ্ট একটা ফি প্রদান করতে হবে অনলাইনে হোক কিংবা অফলাইনে। তো ফি’টা হচ্ছে ১. ২৩০ টাকা ২. ৩৪৫ টাকা ৩. ৫৭৫ টাকা (ভ্যাট সহ সবগুলো)।

রক্তের গ্রুপ সংশোধন করা বা সংযোজন করতে কত টাকা লাগে

কোন কারণে যদি আপনার রক্তের গ্রুপটা সঠিক না হয় এনআইডি কার্ডের মধ্যে সে ক্ষেত্রে অবশ্যই সেটা পরিবর্তন কিংবা সংশোধন করা দরকার। তবে সেটা কিভাবে? এই বিষয়টা নিয়ে নির্দিষ্ট একটা আর্টিকেল থাকবে।

যে ফ্রিগুলো আপনার প্রদান করতে হবে প্রথমবার ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা, পরবর্তীতে ৫৭৫ টাকা করে ভ্যাট সহ খরচ কাটবে।

গ্রাম, রাস্তা, ডাকঘর সংশোধন করতে কত টাকা প্রয়োজন

আপনার আইডি কার্ডের মধ্যে যদি গ্রাম রাস্তা কিংবা ডাকঘর এসব গুলো সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আগের মত প্রথমবার ২৩০ টাকা দ্বিতীয়বার ৩৪৫ টাকা পরবর্তীতে ৫৭৫ টাকা করে ভ্যাটসহ খরচ কাটবে।

এই টাকাগুলো আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বিকাশ করে বা সরাসরি অফিসে যোগাযোগ করে প্রদান করতে পারেন।

ছবি বা স্বাক্ষর পরিবর্তন করতে কত টাকা লাগে

অনেক সময় আমাদের ছবি নরমাল হয়ে থাকে কিংবা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আবার অনেকেই নিজের স্বাক্ষর পরিবর্তন করতে চাই সে ক্ষেত্রে নির্দিষ্ট একটা পেমেন্ট কিংবা ফি আপনাকে প্রদান করতে হবে। সরাসরি অফিসে যোগাযোগ করে কিংবা আপনি অনলাইনেও সেটা প্রদান করতে পারেন।

টাকার পরিমাণটা মূলত আগের মতই অর্থাৎ প্রথমবারের ক্ষেত্রে ২৩০ টাকা দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তীতে ৫৭৫ টাকা করে খরচ কাটবে ব্যাট সহ। তো অবশেষে টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে না হলে সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন: ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৪। NID Card Check Online 2024

স্বামী স্ত্রীর নাম সংযুক্ত/বাদ দিতে কত টাকা লাগে

অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় কিংবা অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সুতরাং যারা তালাকপ্রাপ্ত হয় তাদের অবশ্যই নামগুলো কেটে দেওয়া দরকার আমাদের এনআইডি কার্ড থেকে। বলতে গেলে একদমই প্রয়োজনীয় একটা বিষয় কেননা যদি নামটা বাদ না দেন তালাকপ্রাপ্ত হওয়ার পরেও তাহলে সে আপনার ওয়ারিশ হয়ে যাবে।

অন্যদিকে আপনি যদি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই ক্ষেত্রেও আপনার আইডি কার্ডের মধ্যে আপনার স্বামী-স্ত্রীর নাম যোগ করা দরকার। কেননা পরবর্তীতে যখন আপনার ওয়ারিশ বের করা হবে তখন আপনার স্বামী স্ত্রী যেন আপনার ওয়ারিশ হয়ে যায় এবং আরো নানা কাজে দরকার।

তো এর জন্য মূলত আপনাকে ফ্রি প্রদান করতে হবে প্রথমবার ২৩০ টাকা দ্বিতীয়বার ৩৪৫ টাকা পরবর্তীতে ৫৭৫ টাকা করে ব্যাট সহ প্রত্যেক ক্ষেত্রেই খরচ কাটবে। তো এই টাকাগুলো আপনি চাইলে অনলাইন কিংবা অফলাইন উভয় পদ্ধতিতেই পেমেন্ট করতে পারবেন।

ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত টাকা

নিজের ব্যক্তিগত তথ্য সংশোধন করার ক্ষেত্রে প্রথমত আপনার খরচ কাটবে ২৩০ টাকা পরবর্তীতে আবার সংশোধন করতে চাইলে এর থেকেও বেশি টাকা খরচ করতে হবে। তাই যতগুলো সংশোধন করা যায় কিংবা প্রয়োজন সবগুলো একসাথেই করে ফেলা দরকার কেন খরচ একটাই হয়।

অন্যান্য তথ্য কিংবা ফরম -২ এ প্রদত্ত অন্য সকল তথ্য সংশোধন এর ক্ষেত্রে ১৫ টাকা খরচ কাটবে ব্যাটসহ। পরবর্তীতে আরো সংশোধন করতে চাইলে এর থেকেও টাকা কিংবা ফি প্রদান করতে হবে আশা করি। তবে সেটা আপনারা একটা টুলের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন যেটা নিচে বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পাসপোর্ট চেক ২০২৪ | ই-পাসপোর্ট চেক করার নিয়ম | E-Passport Check

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি হিসাব করার নিয়ম

আমি আজকের এই আর্টিকেলে বেশ কয়েকবার সংশোধন ফি হিসাব করার কথা বলেছি। মূলত এটি একটি টুলস যার মাধ্যমে আপনি খুব সহজেই বের করতে পারবেন আপনার আইডি কার্ডের মধ্যে কোন বিষয়টা সংশোধন করলে কত টাকা খরচ পড়বে এ বিষয়টা।

nid correction fees

তবে তার জন্য প্রয়োজন পড়বে আপনার এন আইডি নাম্বার কিংবা জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং সর্বশেষ একটা ক্যাপচা পূরণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের বিষয়গুলো সংশোধন করতে চান কিংবা পরিবর্তন করতে চান।

তাহলে চলুন আমরা জেনে আসি সংক্ষিপ্ত একটা process এর মাধ্যমে কিভাবে আমাদের এনআইডি সংশোধন ফি হিসাব করব। সুতরাং আপনি এই বিষয়টা যদি জানতে চান তাহলে নিচের স্টেপসটা ফলো করতে পারেন।

  1. সর্বপ্রথম বাংলাদেশ নির্বাচন কমিশনের ‌ services.nidw.gov.bd/nid-pub/fees এই পেজটি
  2. এখানে চারটি অপশন দেখতে পাবেন প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিন
  3. আবেদনের ধরন সিলেক্ট করুন যেমন জাতীয় পরিচয় পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন ইত্যাদি
  4. বিতরণের ধরন সিলেক্ট করুন যেমন সাধারণ, সাধারণ স্মার্ট কার্ড
  5. ক্যাপচা পূরণ করুন অর্থাৎ একদম নিচের ঘরে উপরের ঝাপসা ইমেজের সংখ্যাটা বসিয়ে দিন
  6. সর্বশেষ হিসাব করুন বাটনে ক্লিক করুন

এই সংক্ষিপ্ত একটা প্রসেসের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা প্রয়োজন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি যে তথ্যগুলো কিংবা যেভাবে হিসাব করতে বলেছি ঠিক সেভাবেই করতে হবে।

শেষকথাঃ

বন্ধুরা আশাকরি আজকের লেখা থেকে আপনারা জানতে পেরেছেন ভোটার আইডি কার্ড (NID Card Correction) সংশোধন করতে কত টাকা লাগে। আপনারা যদি কোনকিছু না বোঝেন তাহলে আমাদের কমেন্ট ক্রএ জানাবেন। আমরা ২৪ ঘন্টার ভিতরে আপনার কমেন্টের উত্তর দিবো।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQs):

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে ?

ভোটার আইডি কার্ডের লিখিত তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা, তৃতীয়বার ৫৭৫ টাকা লাগে। তবে মৌলিক তত্ত্ব ব্যতীত অন্যান্য তথ্য সংশোধন করতে মাত্র ১১৫ টাকা লাগবে। বিশেষ একটা ক্যালকুলেট করে নিতে পারবেন ভোটার আইডি কার্ড সংশোধন ফি ক্যালকুলেটরের মাধ্যমে।

এনআইডি সংশোধন ফি কত?

এনআইডি কার্ড সংশোধনের ফি নির্ভর করবে আপনার সংশোধনের ধরণের উপর অনেক ক্ষেত্রেই প্রথমবার ২৩০ টাকা দ্বিতীয়বার ৩৪৫ টাকা এর পরের বার থেকেই ৫৭৫ টাকা করে ব্যাট সহ খরচ কাটবে।

এনআইডি সংশোধন ফি হিসাব করার লিংক কোনটি?

আপনি খুব সহজ একটা প্রক্রিয়ার মাধ্যমে কিংবা সাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে আপনার কত টাকা প্রয়োজন হবে সেটা চেক করতে পারবেন কিংবা হিসাব করতে পারবেন সেই লিংকটা হচ্ছে services.nidw.gov.bd/nid-pub/fees

Leave a Comment