আজকের আর্টিকেল এর বিষয় হলো কিভাবে খুব সহজে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক করবেন। আমাদের বিভিন্ন জরুরি প্রয়োজনে NID Card চেক করার প্রয়োজন হয়ে থাকে বা আপনি নতুন ভোটার হয়েছেন আপনার ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজন পরে।
আজকের আর্টিকেলটি আপনার জন্য আজকের আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন খুব সহজে।
নতুন ভোটার আইডি কার্ড চেক করবেন কিভাবে
আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা নিবন্ধন করেছেন অনেকে জানতে চান আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কি না। আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কি না। তা জানার জন্য আপনার ভোটার স্লিপ বা ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনার জন্মতারিখ যে কোনো একটি দিয়ে খুব সহজে ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারেন।
নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
আপনার যারা নতুন ভোটার হয়েছেন বা নিবন্ধন করেছেন এবং আপনার বয়স ১৮ হয়েছে এই ভোটার আইডি কার্ড চেক শুধু তাদের জন্য কারন যাদের বয়স ১৮ বছর হয়নি তাদের ভোটার তথ্য সার্ভারে পাওয়া যাবেনা।
নিবন্ধন নাম্বার বা ভোটার স্লিপ দিয়ে আপনি ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমে NID website এ ভিজিট করে Registration অপশনে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে । তারপর আপনার ফরম নাম্বার ও জন্মতারিখ লিখুন। From number এর শুরুতে NIDFN লিখুন। উদাহরণ-NIDFN123456789… এবার ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। NID Card প্রস্তুত হলে আপনার কাছে ঠিকানা সিলেক্ট করার অপশন আসবে। ঠিকানা দিয়ে ও ফেইস ভেরিফিকেশন করে আইডি কার্ড চেক করুন।
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
তাছাড়া এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড না পেয়ে থাকলে মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা চেক করতে পারবেন। আপনার মোবাইল এর SMS অপশন থেকে টাইপ করুন Sc <space>S<space> ভোটার স্লিপ এর ৮ সংখ্যার নাম্বার <space>৪ সংখ্যার জন্ম সাল ড্যাস (-) ২ সংখ্যার জন্মতারিখ লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।
নিচে উদাহরণ দিয়ে সহজে বুঝানোর চেস্টা করা হলো:-
উদাহরনঃ SC S 12345678 2001-25 Send to 105 Number
SMS সফল ভাবে সেন্ড হলে 24/48 ঘন্টার মধ্যে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনার নামসহ ভোটার তথ্য পেয়ে যাবেন।
NID Number দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রথমে আপনাকে service.nidw.gov.bd ওয়েবসাইটে এ প্রবেশ করে আপনার NID নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর NID Wallet অ্যাপ ডাউনলোড দিয়ে Face Verification সম্পন্ন করুন। ভেরিফিকেশন শেষে একাউন্টের Password সেট করুন। সবশেষে লগ ইন করে প্রোফাইল অপশন থেকে NID Card Check করতে পারবেন।নিচে তা কয়েকটি ধাপ এ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো ছবিসহ। যাতে করে সহজে আপনি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারেন।
ধাপ ১ঃ NIDW.GOV.BD Website
প্রথমে আপনাকে বাংলাদেশ ইলেকশন কমিশন (Bangladesh Election Commission ) এর ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্ট্রেশন উইং ( National identity registration wing) ওয়েবসাইট এ ভিজিট করে এনআইডি অনলাইন সার্ভিস অপশনে প্রবেশ করুন।
ধাপ ২ঃ NID Registration
প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/ গিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন এর জন্য আপনাকে জাতীয় পরিচয় নাম্বার,জন্মতারিখ, NID card এর নাম্বার দিন এর পর সাবমিট লেখা বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ জাতীয় পরিচয় পত্রের ঠিকানা দিন
এবার আপনাকে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যাচাই করতে হবে ৷ আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিন এবার পরবর্তী ধাপে যান।
ধাপ ৪ঃ আপনার মোবাইল নাম্বার যাচাই
এখন আপনি আপনার আইডি কার্ড এ যে নাম্বারটি দিয়েছেন সেটি দিন। আপনার নাম্বারে একটি ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেটা প্রবেশ করে যাচাই করুন লেখায় ক্লিক করুন।
ধাপ ৫ঃ ফেইস ভেরিফিকেশন
এবার আপনার Face verification এর জন্য NID Wallet app ডাউনলোড করে এর মাধ্যমে face verification করে প্রোফাইলে প্রবেশ করুন। ফেস ভেরিফিকেশন করতে QR Code ষ্ক্যান করুন। ফেইস ষ্ক্যান শুরু হলে আপনার মুখ ডানে বামে নাড়িয়ে ফেইস ষ্ক্যান করুন।
এবার ফেইস ভেরিফিকেশন শেষ হলে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনার ইচ্ছে হলে দেন না হলে এরিয়ে যান অপশনে ক্লিক করুন।
আপনি যদি পাসওয়ার্ড ব্যাবহার করেন তাহলে পরবর্তীতে আপনাকে লগ-ইন করতে ভেরিফিকেশন এর ঝামেলায় পরতে হবেনা।
আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে ব্যক্তিগত ড্যাসবোর্ড আসবে এখন আপনি আপনার ভোটার আইডি কার্ড এর তথ্য ও বিভিন্ন সেবার অপশন দেখতে পারবেন। উপরে দেখানো স্টেপ গুলো অনুসরন করলে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড
উপরের সব স্টেপ গুলো পার করার পর আপনার সামনে ব্যাক্তিগত ড্যাশবোর্ড অপেন হবে এবং আপনি চাইলে এখান থেকে আইডি কার্ড ডাউনলোড করতে।ছবির ডান পাশে দেখানো অপশন থেকে সবার নিচে ডাউনলোড অপশন এ ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্র বা NID card download করে নিতে পারেন।
![ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৪। NID Card Check Online 2024 image 33](https://infobaaz.com/wp-content/uploads/2024/02/image-33.png)
আরও পড়ুনঃ পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন (২ মিনিটে) | Online E-Passport Status Check
শেষ কথা
আজকের আর্টিকেল থেকে আপনারা জানালেন কিভাবে আপনাদের নতুন ভোটার আইডি কার্ড Online এ বা SMS এর মাধ্যমে চেক করবেন অথবা পুরাতন আইডি কার্ড চেক করবেন। ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম এবং কিভাবে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেস্টা করেছি আশাকরি আপনারা বোঝতে পেরেছেন।
ভোটার আইডি কার্ড চেক নিয়ে আপনাদের আর কোন প্রশ্ন থাকলে কমেন্টবক্সে কমেন্ট করুন আমরা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো।