চেয়ারম্যান সার্টিফিকেট [ আবেদন, ডাউনলোড ও মেয়াদ ]

বর্তমান সময়ে কোন একটা ব্যক্তি/প্রতিষ্ঠানের পরিচয় এবং অবস্থান চেনার জন্য চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন। চেয়ারম্যান প্রত্যয়নপত্র হচ্ছে একটি সরকারি দলিল যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত করে। এই chairman certificate এর মধ্যে মূলত চেয়ারম্যান বা মেয়রের স্বাক্ষর থাকে, যেটা কিনা নতুন চাকরিতে যোগদানে ‌প্রয়োজন পরে।

তাই আজকে আমি আপনাদের সাথে নাগরিক সনদ বা প্রত্যায়নপত্র রিলেটেড আর্টিকেল শেয়ার করতে যাচ্ছি, যেখানে থাকবে চেয়ারম্যান সার্টিফিকেট কি, অনলাইনে আবেদন সম্পর্কিত নানা বিষয়। যেগুলো হয়তো অনেকের অজানা কিন্তু জানার খুব প্রয়োজন।

আপনি যদি ভোটার আইডি কার্ড করাতে চান তাহলে অবশ্যই চেয়ারম্যান প্রত্যয়ন পত্র লাগবে। মূলত এই কারণেই অনেকেই প্রত্যায়ন পত্রটা করাতে চাই। তাই আমি মনে করি, আজকের এই নিবন্ধটা যদি আপনি শেষ পর্যন্ত করেন তাহলে chairman certificate নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো জেনে যাবেন।

চেয়ারম্যান সার্টিফিকেট নিতে কি কি লাগে

আমরা অবশ্যই আজকের এই নিবন্ধের মাধ্যমে জানবো কিভাবে অনলাইনে চেয়ারম্যান প্রত্যয়ন পত্র আবেদন করবো সেই সাথে এর আগে আরেকটা বিষয় জানা দরকার। চেয়ারম্যান সার্টিফিকেট নিতে কি কি লাগে এ বিষয়টা যদি না জানেন তাহলে হয়তো আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলো আপনি দিতে পারবেন না না জানার কারণে। যা যা প্রয়োজন নিচে দেওয়া হল:-

  • ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন
  • পিতা-মাতার ভোটার আইডি কার্ড
  • হোল্ডিং ট্যাক্স আদায়ের রশিদ
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • সর্বশেষ ১০০ টাকা ‌ফি

উপরোক্ত ডকুমেন্টগুলো সাথে নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় যোগাযোগ করবেন (যদি অফলাইন করতে চান)। আর অনলাইন যদি আপনার চেয়ারম্যান প্রত্যয়ন পত্র বা chairman certificate পেতে চান তাহলে নিচের প্রসেস গুলো অবলম্বন করতে পারেন।

চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন আবেদন করার নিয়ম

চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম প্রবেশ করতে হবে www.prottoyon.gov.bd এই ওয়েবসাইটে তারপর নাগরিক হিসেবে একটা একাউন্ট করুন। নতুন আবেদন থেকে চেয়ারম্যান সার্টিফিকেট নির্বাচন করুন, ব্যক্তিগত এবং প্রয়োজনীয় তথ্য দিন, সর্বশেষ আপনার চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন আবেদন করুন।

একজন নাগরিক হিসেবে যদি আপনি আপনার চেয়ারম্যান প্রত্যয়ন পত্র বা নাগরিক সনদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে হবে। তবে এটা অফলাইন বিষয় অর্থাৎ আগেরকার সময় আমরা অনলাইন ভিত্তিক কোন সেবা না পাওয়ায় সরাসরি অফিসে যোগাযোগ করতে হতো।

কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলে সিম্পল একটা প্রসেস অবলম্বন করে, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট নিতে পারবেন। তবে এর জন্য নির্দিষ্ট প্রসেস এবং নির্দিষ্ট ডকুমেন্টস এর প্রয়োজন। তাই আপনি যদি এই বিষয়গুলো না জেনে থাকেন তাহলে আজকের এই নিবন্ধটি পড়ুন। কিভাবে কি করতে হবে এই বিষয়টা জানতে নিচের স্টেপ গুলো ফলো করুন:-

  1. সর্বপ্রথম আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর ওয়েবসাইটের লিংক হচ্ছে www.prottoyon.gov.bd এটি
  2. ওয়েব সাইটে প্রবেশ করার পরে ডান পাশের ওপরের কর্নারে ‘ফ্রি নাগরিক একাউন্ট‘ নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
  3. আপনার জন্ম নিবন্ধন/এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট নিবন্ধন করুন।
  4. নতুন আবেদন থেকে chairman certificate নির্বাচন করুন
  5. আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, এনআইডি/জন্ম নিবন্ধন নাম্বার এবং আবেদনের কারণে ইত্যাদি দিন।
  6. আপনার চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন জমা দিন

আপনি উপরের স্টেপ গুলো ফলো করার পরে আপনি একটি আবেদন নাম্বার পাবেন। আপনার আবেদন ঠিকঠাক থাকলে পরবর্তী কার্যদিবসের মধ্যে আপনারা আবেদন নাম্বারটি দিয়ে অনলাইন থেকে প্রত্যয়ন পত্র ডাউনলোড করে নিতে পারবেন।

তবে chairman certificate অনলাইন থেকে ডাউনলোড করার জন্য নির্দিষ্ট একটা প্রসেস অবলম্বন করতে হবে। এ বিষয়টা ও কিভাবে করবেন তাও আজকের এই নিবন্ধের মধ্যে বলে দেয়া রয়েছে।

চেয়ারম্যান সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

আপনারা যারা অনলাইন থেকে নিজের চেয়ারম্যান সার্টিফিকেটটা ডাউনলোড করতে চান কিন্তু পারতেছেন না তারা আজকের এই পোস্টটি ফলো করতে পারেন। নিজামিয়া স্টেট বাই স্টেপ শেয়ার করেছি কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের কাঙ্খিত চেয়ারম্যান প্রত্যয়ন পত্র ডাউনলোড করবেন। নিচের স্টেপ গুলো ফলো করুন:-

  1. prottoyon.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে চেয়ারম্যান সার্টিফিকেট অপশনে যান
  2. আবেদনপত্র যাচাই করুন বাটনে ক্লিক করুন
  3. আপনারা আবেদনপত্র নাম্বার এবং সঠিক জন্ম তারিখটি প্রোভাইড করুন
  4. সার্চ বাটনে ক্লিক করে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস দেখুন
  5. সবগুলো ঠিকঠাক থাকলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন

মূলত আপনার প্রোভাইড করা সমস্ত তথ্য যাচাই-বাছাই করে আপনাকে প্রদান করা হবে আপনার সার্টিফিকেটটি। যদি সবগুলি ঠিকঠাক থাকে তাহলে আপনি ডাউনলোড বাটন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করতে পারবেন। যদি উপরের স্টেপটা করে ডাউনলোড করতে না পারেন তাহলে সরাসরি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন।

উপরোক্ত প্রসেস ফলো করার মাধ্যমে আপনার chairman certificate অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যদি এ বিষয়ে আরো বিভিন্ন তথ্য পেতে চান তাহলে নিচের লেখাগুলো পড়তে পারেন।

চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার আরেকটা উপায় হচ্ছে সরাসরি prottoyon.gov.bd এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করা। এখানে আপনার সমস্ত প্রত্যায়ন অনলাইনে দেখতে পাবেন তাই এখানে একটা অ্যাকাউন্ট করুন এবং সেখান থেকে ডাউনলোড করার চেষ্টা করুন।

চেয়ারম্যান সার্টিফিকেট এর মেয়াদ কতদিন

চেয়ারম্যান সার্টিফিকেট এর মেয়াদ ৩ মাস। সরকারি কোন খাতে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মাসের মধ্যে নেওয়া চেয়ারম্যান সার্টিফিকেট ব্যবহার করতে হবে। বেসরকারি কোন কাজে ব্যবহার করতে চাইলে আপনি ৫ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন

কমবেশি আমরা সকলেই জানি, প্রতি পাঁচ বছর পর পর চেয়ারম্যান মেম্বারের ভোট হয়ে থাকে। সাধারণত আপনি একটা chairman certificate নিলেন সেটা ব্যবহার করতে পারবেন আগামী ইলেকশান আসা পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর।

সুতরাং একজন চেয়ারম্যানের কাছ থেকে যদি একবার সার্টিফিকেট নেন তাহলে উনি যতদিন চেয়ারম্যান থাকবে অর্থাৎ পাঁচ বছর ব্যবহার করতে পারবেন। চেয়ারম্যান পুনরায় পরিবর্তন হলে, উনার কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে।

আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান | Voter NID Card Check

শেষ কথাঃ

আজকের আর্ক্টিকেলের মাধ্যমে আশাকরি আপনার বোঝাতে পেরেছি চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ কিভাবে পেতে পারেন। যদি আপনাদের বোঝতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট ক্রএ জানাবেন।

সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তরঃ

চেয়ারম্যান সার্টিফিকেট নিতে কি লাগে?

চেয়ারম্যান সার্টিফিকেট করার জন্য জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, সঠিক মোবাইল নাম্বার, chairman certificate ফি ১০০ টাকা
এই চার ধরনের জিনিস ছাড়া অন্যান্য কিছু লাগতে পারে আর এগুলো জানার জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন।

নাগরিক সনদ তুলতে কত টাকা লাগে?

নাগরিক সনদ করতে ১০০ টাকা লাগে। তবে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভিত্তিক আরো বেশিও হতে পারে বা কমও হতে পারে।

Leave a Comment